Dr. Neem on Daraz
Victory Day

হিলিতে পেঁয়াজের দাম কমলেও নেই ক্রেতা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৯:২৮ পিএম
হিলিতে পেঁয়াজের দাম কমলেও নেই ক্রেতা

ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ এক সপ্তাহের ব্যবধানে আবারো কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজগুলো প্রকারভেদে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকায় শনিবার দাম কমে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ৩০ টাকার মধ্যে কেজি প্রতি পেঁয়াজের দাম থাকলে ভাল হতো বলে মন্তব্য করেন ক্রেতারা।

হিলি পাইকারী বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান,অতিরিক্ত গরম এবং বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম।সেই সাথে নষ্ট হচ্ছে পেঁয়াজ। ক্রেতা না থাকায় বিপাকে পরতে হয়েছে তাদের। তবে পূজার ছুটির কারনে আমদানি বন্ধ রয়েছে,আমদানি বন্ধ থাকায় প্রতিবারে পেঁয়াজের দাম বাড়লেও এবার তা উল্টো।

হিলি কাস্টমসের তথ্য মতে গেলো ১০ অক্টোবর স্থলবন্দর বন্ধের দিনে ৪২ ট্রাকে ১ হাজার ১৩২ মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে