Dr. Neem
Dr. Neem Hakim

সুপারি পারতে গিয়ে প্রাণ গেল কৃষকের


আগামী নিউজ | দৌলতখান (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৬:৪৬ পিএম
সুপারি পারতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ফাইল ছবি

ভোলা: জেলার দৌলতখানে সুপারি পারতে গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে আনিচল হক (৬৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত আনিচল হক ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আনিচল শনিবার দুপুরে নিজ বাগানের সুপারি পারতে গাছে ওঠেন। গাছের চুড়ায় উঠলে গাছটি হেলে গিয়ে পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পর্ষ হওয়া মাত্র তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে ভোলা সদর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত ছাড়া দাফন-কাফন সম্পন্ন করার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন পেশ করেছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, জেলা প্রশাসক নিহতের স্বজনদের আবেদন মঞ্জুর করলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/ হাসান