Dr. Neem
Dr. Neem Hakim

ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত


আগামী নিউজ | ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৩:১১ পিএম
ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহঃ জেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলী জিন্নাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়তে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বেরা করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

আগামীনিউজ/বুরহান