Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় পূজা মন্ডপে আওয়ামী লীগের আর্থিক অনুদান


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১০:৪৪ পিএম
দুপচাঁচিয়ায় পূজা মন্ডপে আওয়ামী লীগের আর্থিক অনুদান

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দূপচাঁচিয়া উপজেলায় গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ অনুদান প্রদান করা হয়

গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ আগামী নিউজ কে বলেন, গোবিন্দপুর ইউনিয়নের ৭ ( সাত) টি পূজা মন্ডপের প্রত্যেকটিতে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু জাহেদ, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক শামছুল ইসলাম, সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম মোল্লা, আব্দুর রশিদ মঞ্জু প্রমূখ।

আগামীনিউজ/ হাসান