Dr. Neem
Dr. Neem Hakim

ভোলায় হিন্দু থেকে মুসলিম হলেন যুবক


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৯:৪৭ পিএম
ভোলায় হিন্দু থেকে মুসলিম হলেন যুবক

ছবি: আগামী নিউজ

ভোলা: জেলার বোরহানউদ্দিনে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেছেন শ্রী বাস চন্দ্র দাস (২৪) নামের এক যুবক। 

বুধবার (১৩অক্টোবর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার জামে মসজিদে শত শত মুসলমানদের উপস্থিতিতে কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহন করেন তিনি।

তাকে কলেমা পাঠ করান বোরহানউদ্দিন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

এ সময়ে তার বর্তমান নাম দেওয়া হয়েছে মোঃ ইসমাইল হোসেন ওরফে নাম মোঃ রায়হান।

তিনি ঐ ইউনিয়নের দরুন এলাকার শংকর চন্দ্র দাসের ছোট ছেলে। এর আগে গত (৫অক্টোবর) ভোলা আদালতে নোটারীর মাধ্যমে সেচছায় হিন্দু ধর্ম ত্যাগ  করে নও মুসলিম হন মোঃ রায়হান।

এ ব্যাপারে রায়হান জানান, আগে থেকেই মুসলিম ধর্ম আমার ভালো লাগতো। আমি কারো প্ররোচনায় না পরে নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহন করেছি।

আগামীনিউজ/ হাসান