Dr. Neem
Dr. Neem Hakim

রাজারহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 


আগামী নিউজ | রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৮:০৪ পিএম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: রাজারহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ ও সিপিপি’র ৫০বছর পূর্তি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা জনস্বাস্থ্য অফিস মাঠে রাজারহাট ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স  ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শম্পা বেগম, উপজেলা প্রকৌশলী আবু তাহের মোহাম্মদ শফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা শাহা আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান