ছবি: আগামী নিউজ
পঞ্চগড়: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের এলসিএস নারী কর্মীগণ ও সুপারভাইজারের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠান।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর ২ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়রের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুজ্জামান, দেবীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার।
চেক বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।
এ সময় ১৭ জন নারী কর্মীগণ ও সুপারভাইজারের মাঝে ৯ লাখ ১০ হাজার টাকার চেক বিতারণ করেন।
আগামীনিউজ/ হাসান