Dr. Neem on Daraz
Victory Day
সাবেক রাবি ছাত্রের কান্ড

‘নিজেই ঘটক, নিজেই বর’ প্রতারণার টাকায় গরুর খামার


আগামী নিউজ | রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৭:১৫ পিএম
‘নিজেই ঘটক, নিজেই বর’  প্রতারণার টাকায় গরুর খামার

ছবি: আগামী নিউজ

রাজশাহী: এম ওয়াদুদ জিয়া ওরফে জুয়েল (৩০)। বাসা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। উদ্যোক্তা হতে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেন। খোলেন একাধিক ফেইসবুক আইডি। ম্যাসেঞ্জারে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

কখনো বর, কখনো ঘটক আবার কখনো বরের বোন পরিচয়ে সম্পর্ক করেন মেয়ের সঙ্গে। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, তরুণীর প্রেমিকের ফেইসবুক আইডি হ্যাক করে পরিচয় হয় ওই যুবকের। প্রথমে আমিনুল ইসলাম নামে আইডি খুললেও পরে আরো বিভিন্ন নামে আইডি খোলে সে। প্রেমের কথাবার্তার ফাঁকে বিয়ের প্রলোভনে টাকা চায় এবং হাতিয়ে নেয় কয়েক লাখ টাকা। ল্যাপটপ হারানো, ডেঙ্গু জরে আক্রান্ত হওয়ার কথা বলে কয়েক দফায় টাকা নেয়। পরে মেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হলে অন্য আইডি থেকে পূর্বের আইডির আমিনুলের মৃত্যুর নাটকও সাজায় সে।

আরএমপি কমিশনার বলেন, এভাবে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় জুয়েল। এ টাকা দিয়ে জমি ক্রয় এবং গরুর খামার গড়ে তোলে সে। ভুক্তভোগী তরুণী প্রতারিত হয়ে মামলা দায়ের করলে প্রযুক্তির মাধ্যমে তাকে ধরতে চেষ্টা চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলে জুয়েল নিজেই এসব কথা স্বীকার করে। তার নয়টি ভুয়া ফেসবুক আইডি ছিল। এসব আইডি ব্যবহার করে বর, ঘটক, বরের বোন পরিচয়ে হাতিয়ে নিয়েছিল টাকা।

গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন আবু কালাম সিদ্দিক।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে