Dr. Neem
Dr. Neem Hakim

দুর্যোগ প্রশোমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৭:১০ পিএম
দুর্যোগ প্রশোমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: মধুখালীতে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা এবং উপজেলা ফায়ার সার্ভিসের আগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। 

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, কৃষি অফিসার আলভি রহমান, শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস প্রমুখ। 

পরে উপজেলা চত্বর থেকে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় একটি র‌্যালী বের করেন। 

উপজেলা ফায়ার সার্ভিসের নেতৃত্বে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/ হাসান