Dr. Neem
Dr. Neem Hakim

সাদুল্লাপুরে পানিতে পড়ে কন্যা শিশুর মৃত্যু


আগামী নিউজ | সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৩:০৬ পিএম
সাদুল্লাপুরে পানিতে পড়ে কন্যা শিশুর মৃত্যু

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলায় পানিতে পড়ে নুসরাত (৩) নামের এক কণ্যা শিশু মৃত্যু হয়েছে।

বুধবার (১৩অক্টোবর) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নুসরাত (৩) মরুদহ গ্রামের মোঃনিল মিয়ার কণ্যা।

জানা যায়, শিশু নুসরাত বুধবার দুপুরে খেলতে খেলতে বাড়ীর পাশে পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকেরা তাকে খোঁজ করে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নুরুন্নবী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

আগামীনিউজ/ হাসান