Dr. Neem on Daraz
Victory Day

দূর্গা পূজা নির্বিঘ্ন করতে কালিয়ায় বিট পুলিশিং সমাবেশ


আগামী নিউজ | নড়াইল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৭:২৯ পিএম
দূর্গা পূজা নির্বিঘ্ন করতে কালিয়ায় বিট পুলিশিং সমাবেশ

ছবি: আগামী নিউজ

নড়াইল:ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজা। এবাবের শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নড়াইল জেলা পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

সোমবার (১১অক্টোবর) বিকালে নড়াইলের কালিয়া থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালিয়া থানা এলাকায় এবার ৮৮ টি পূজা মন্দিরে দূর্গা পূজা হচ্ছে এমনটি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলাকি বিশ্বাস। 

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃরোখসানা খাতুনের সভাপতিত্বে কালিয়া থানা প্রাঙ্গণে সমাবেশ সভায় উপস্থিত ছিলেন পুলিশ প্রবীর কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার,কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, কালিয়া পৌর মেয়র মোঃওয়াহিদুজ্জামান হীরা,সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলাকি বিশ্বাস, উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি -সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, জেলায় সর্বমোট ৬৪৮  মন্দিরে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পালনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোন ধরনের অপ্রতিকার ঘটনা মোকাবেলায় আসনার বাহিনী,  থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের সাথে সাদা পোশাকে স্পেশাল ফোর্স মন্দিরে মন্দিরে দায়িত্ব পালন করবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে