Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৫৩ জেলেকে সাজা


আগামী নিউজ | ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৪:৩১ পিএম
ফরিদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৫৩ জেলেকে সাজা

ছবি: আগামী নিউজ

ফরিদপুর: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। 

গত শুক্রবার গভীর রাত ও সকালে  ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ফরিদপুর জেলা মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগীতায় এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মন মা ইলিশ জব্দ করে। 

শনিবার সকালে আটককৃত জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও বাকি সকলকে বিভিন্ন মেয়াদে ১৮৬০/১৮৮ ধারায় সাজা প্রদান করে। উক্ত ভ্রাম্যমান আদালত ৬ জনের অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। 

উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভূস্মীভূত করে ও মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, সালথা মৎস্য কর্মকর্তা রাজিব রায় ও আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ প্রমুখ।  

আগামী নিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে