Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ টাকার মুরগী নিয়ে দু‍‍`পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১১:৫৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ টাকার মুরগী নিয়ে দু‍‍`পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা শহরে ভাদুঘরে ২০০ টাকার মুরগীকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দু'পক্ষের ৫ জন আহত হয়েছে। আহত সুমন নামের একজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাদুঘর নোয়াপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, সুমন সরকার (২৩), সজল সরকার(১৮), সাধন সরকার (৪০), মিনা সরকার (৩০) ও নয়ন সরকার (২)।

আহত সুমন সরকারের মা শিবানী জানান, গতকাল তিনি ভাদুঘর বাজার থেকে ২০০ টাকা দিয়ে একটি মুরগী কিনেন। আজকে যখন তার মুরগীটি উঠানে বেধে রাখেন তখন মুরগী ছুটে বজন সরকারের স্ত্রী মিনা সরকারের উঠানে চলে যায়। তারপর মিনা দাবি করেন এই মুরগীটি তার। তিনমাস যাবত মুরগীটি নাকি তার উঠানে বেধে রেখেছে। এসব বিষয় নিয়ে মিনার সাথে শিবানীর তর্কাতর্কি হয়। পরে সন্ধ্যার দিকে শিবানীর ছেলে সুমন সরকার গিয়ে মিনাকে জিজ্ঞেস করেন তার মায়ের মুরগী মিনার উঠানে বেধে রাখছেন কেন? কেন জিগ্যেস করলেন তাই মিনা ও তার মেয়ে পূজা সরকার ও তার ভাসুর সাধন সরকার ও তার স্ত্রী সুমি সরকার পিটিয়ে সুমন সরকারের হাত ভেংগে দেন। সুমনকে বাঁচাতে গিয়ে তার ছোটভাই সজল সরকারও আহত হন।

এদিকে আহত সাধন সরকার জানান, সুমন সরকার তাদেরকে মারধোর করেছে। বেশ কয়েকদিন যাবত তার স্ত্রী মিনা মুরগীটি লালনপালন করছেন। আজকে তাদের মুরগী সুমন আনতে গেলে তার স্ত্রীকে বাধা দিলে তার স্ত্রী মিনা তার ভাই সাধন ও ছেলে নয়নকে মারধোর করেন।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাদুঘর একটি মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহতও হয়েছে। তবে এব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে