Dr. Neem on Daraz
Victory Day

বেনাপোল স্থলবন্দরের ১১শ’ শ্রমিক পেল টিকা


আগামী নিউজ | বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:৫৬ পিএম
বেনাপোল স্থলবন্দরের ১১শ’ শ্রমিক পেল টিকা

ছবি: আগামী নিউজ

যশোর: বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর ১১শ’ শ্রমিককে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন দেয়া হয়েছে। ১২শ‘ শ্রমিকের মধ্যে আগেই ১শ‘ জন শ্রমিক ভ্যাকসিন টিকা নিয়েছেন।

বুধবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই টিকা দেওয়া হয়।

এ উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি টার্মিনালে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি কলিম উদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত টিকা প্রদান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ সচিব মোঃ মনিরুজ্জামান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি, জেলা পরিষদের সদস্য ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক অহিদুজ্জামান, শ্রমিক ইউনিয়ন (৯২৫) সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানেসহ বন্দরের দুটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় পুলিশ, প্রশাসন এবং বন্দরের কর্মকর্তাবৃন্দ। 

আগামী নিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে