Dr. Neem
Dr. Neem Hakim

রাজশাহীর প্রবীণ আ. লীগ নেতা শরিফ উদ্দীনের সুস্থতা কামনা


আগামী নিউজ | রাজশাহী প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৯:৫৪ পিএম
রাজশাহীর প্রবীণ আ. লীগ নেতা শরিফ উদ্দীনের সুস্থতা কামনা

ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমান ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামনের ঘনিষ্ঠজন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য ও প্রবীন আওয়ামী লীগ নেতা মো. শরিফ উদ্দীনের সুস্থতা কামনা করা হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ নগরীর গোরহাঙ্গা এলাকায় তার বাসভবনে দেখতে গিয়ে এ সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য আরিফুল ইসলাম। দেখতে গিয়ে মো. শরিফ উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা এবং সৃষ্টিকর্তার কাছে আশু সুস্থতা কামনা করেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান আর্থিকভাবে সহযোগিতা করেন ওই আওয়ামীলীগ নেতাকে এবং সাহস জুগিয়ে ভারতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা জানান।