Dr. Neem
Dr. Neem Hakim

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর  নিহত


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:৩০ পিএম
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর  নিহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরঃ জেলার নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমআই আজাদ হোসেন (৩৫) নিহত হয়েছেন।  

গুরুত্বর আহত এমআই আজাদ হোসেনকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে  দুপুরে তিনি মারা যান।

জানা গেছে, এমআই আজাদ হোসেন নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা গ্রামের তার বাড়ি থেকে সকালে মোটরসাইকেল নিয়ে নগরকান্দা বাজারের দিকে আসার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপসতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে নেয়ার পথে রোববার দুপুরে তার মৃত্যু হয়।

আজাদ হোসেনের নিহত হওয়ার বিষয়ে, সত্যতা নিশ্চিত করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির এপিএস মো. শফি উদ্দিন।