Dr. Neem on Daraz
Victory Day
‘ট্রেনের ইঞ্জিন বিকল’

৪ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৩:১২ পিএম
৪ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবিঃ সংগৃহীত

পাবনাঃ ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় চার ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে একটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা। পরে ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে একটি বিকল্প ট্রেনের ইঞ্জিন লাগিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে