Dr. Neem
Dr. Neem Hakim

সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ১২:০১ পিএম
সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবিঃ সংগৃহীত

সিলেটঃ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী আরেকটি ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম (৬০) ও ইদ্রিছ আলী (৪২) নামের দুইজন নিহত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর সানাউল্লাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং অপরজন ইদ্রিছ আলী খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দয়ামীর সানাউল্লাহ এলাকার সড়কে একটি ট্রাক দাঁড়ানো ছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে দুজন কথা বলছিলেন। পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়। নিহতদের মরদেহ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। 

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি ফেলে পালিয়ে গেছেন চালক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাক দুটি জব্ধ করেছে।