Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় আটক ৩


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৭:০৪ পিএম
দুপচাঁচিয়ায় আটক ৩

ফাইল ছবি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া  উপজেলায় বৃহস্পতিবার ( ২৩ সেপটেম্বর)  রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে  মারামারি সংক্রান্ত মামলার দুইজন আসামীসহ   তিন জন কে আটক করেছে  থানা পুলিশ।

আটককৃতরা হলো দুপচাঁচিয়া  উপজেলার পাঁচথিতা গ্রামের আজিম উদ্দীনের ছেলে সাইদুল প্রামানিক (৪০) এবং আক্কাস আলী প্রামানিকের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।

পুলিশ জানায়, আটক ওই দুইজন একটি মারামারি সংক্রান্ত মামলার আসামী।   এছাড়াও সন্দেহমুলক ঘোরাফেরার অভিযোগে উপজেলার তালাড়া পৌর এলাকার শাবলা মহল্লার ইউসুফ আলীর ছেলে জুয়েল প্রামানিক (২৬) কে আটক করা হয় । আটকৃতদের শুক্রবার  ( ২৪ সেপটেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।