Dr. Neem
Dr. Neem Hakim

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার অপরাধে শিশুসহ আটক ১১


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০১:১৫ পিএম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার অপরাধে শিশুসহ আটক ১১

ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সীমান্তের শ্যামকুড় বিওপির মুন্ডুমালা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর থানা, নড়াইলের কালিয়া উপজেলা, ঢাকার লালবাগ থানা, চট্টগ্রামের বুচপুর, সাতক্ষীরা সদর ও যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপজেলার মুন্ডুমালা গ্রামের ইটের ভাটার সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।