Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি সেবার ক্যাম্পেইন


আগামী নিউজ | মতিউর রহমান দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৬:০৯ পিএম
দুপচাঁচিয়ায় প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি সেবার ক্যাম্পেইন

ছবি: সংগৃহীত

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় নবজাগরণ প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এবং বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী মোবাইল থেরাপি ক্যাম্প।

মঙ্গলবার (২১ সেপটেম্বর) সকালে উপজেলা সদরের পানাগাড়ি নবজাগরণ প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপি ওই মোবাইল থেরাপি ক্যাম্পইনে ১৮৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের থেরাপি প্রদান করা হয়।

থেরাপি প্রদান করেন ডাক্তার উলফাত-ই কাওনাইন। এ সময় উপস্থিত ছিলেন নবজাগরন প্রতিবন্ধি অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম,  উপদেষ্টা আব্দুল আলিম খান, নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে