Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২


আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:০০ পিএম
ধামইরহাটে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

ছবি: সংগৃহীত

নওগাঁঃ জেলার ধামইরহাটে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে জিবিবি। 

রবিবার দিবাগত রাত ৯ টায় সীমান্ত পিলার ২৫৩ নিকটবর্তী পাড়াশাওলী আম বাগানের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলো- উপজেলার হাটশাওলী গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে মোঃ রহুল আমিন (২৫) ও মোঃ আঃ রাজ্জাক এর ছেলে মোঃ মেহেদী হাসান (২২)। 

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র ক্যাম্প সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৯ টায় হাটসুল বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মোঃ আব্দুল মোতালেব এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৫৩ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাড়াশাওলী আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়।

আটক আসামী ২ জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়েরপূর্বক আসামীদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে