Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:০০ পিএম
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জঃ জেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, উপ-পরিচালক ওয়াহিদ আল মাসুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুনাহার বেগম উপস্থিত ছিলেন।

এ সময় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষন ও নিধনরোধে আলোচনা করা হয়।

এ সভায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে