Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় মাদকাসক্ত যুবকের আত্মহত্যা 


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৮:২৫ পিএম
দুপচাঁচিয়ায় মাদকাসক্ত যুবকের আত্মহত্যা 

ফাইল ছবি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার (১৩ সেপটেম্বর) গলায় ফাঁস দিয়ে আব্দুল মজিদ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার পশ্চিম বোরাই গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ রোববার (১২ সেপটেম্বর) রাতে তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে তাঁকে  নিজ শয়ন ঘরের তিরের সাথে রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

দুপচাঁচিয়া  থানার এসআই সুজাউদ্দৌলা জানান, উক্ত যুবক মাদকাসক্ত ছিল। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।