Dr. Neem on Daraz
Victory Day

বিআরটিএ থেকে ২০ দালাল আটক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:১১ পিএম
বিআরটিএ থেকে ২০ দালাল আটক

ছবি: আগামী নিউজ

চট্টগ্রাম: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয় থেকে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে তাদেরকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে রোববার (৫ সেপ্টেম্বর) বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন নাদির বলেন, র‌্যাব সকাল থেকেই বিএরটিএ অফিসে অবস্থান নিয়ে অবৈধভাবে লেনদেন করার সময় ২০ জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, যাদের আটক করা হয়েছে তাদের ছবি সংরক্ষণ করা আছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। আবারও তারা যদি এই কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। 

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে