Dr. Neem on Daraz
Victory Day

বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত ৭ জন


আগামী নিউজ | শেখ বাদশা , বাগেরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ১০:৫৪ পিএম
বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত ৭ জন

ফাইল ছবি

বাগেরহাটঃ জেলায় সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ছয়জন এখনও হাসাপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) বাগেরহাট ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ভিতর তিনজন বাগেরহাট সদর হাসপাতালে, দুইজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, বাগেরহাট সদর হাসপাতালে তিনজন, শরণখোলায় দুইজন ও চিতলমারীতে একজন ডেঙ্গু শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। আমাদের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। শনাক্ত রোগীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে