দুমকিতে মাদকদ্রব্যসহ আটক ৩
                        
                        
                            
                                 আগামী নিউজ                                 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১,  ১১:৩৪ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
পটুয়াখালীঃ জেলার দুমকিতে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
 
গতকাল রবিবার রাত আনুমানিক ১১.৫০ মিঃ লেবুখালী ব্রিজ সংলগ্ন জেলা গেইটের দক্ষিণ পাশে খানকায় জৈনপুরী এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অটোরিকশা তল্লাশি করে মাদকদ্রব্য গাঁজাসহ তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো, আজিজুল ইসলাম তামিম (২২), আসাদ খান (২০) এবং তাদের সহযোগী আরিফুল ইসলাম রিফাত (২০)।
 
পুলিশ সুত্রে জানাগেছে, দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লেবুখালী ফেরিঘাট থেকে অটোরিকশাযোগে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য গাজা নিয়ে পাগলার দিকে আসতেছে। পরে লেবুখালী ব্রিজ এলাকার জেলা গেইটের দক্ষিণ পাশে খানকায় জৈনপুরী এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পুলিশ অবস্থান নেয়। তখন অটোরিকশা তল্লাশি করে ১৩ গ্রাম ও ১০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।
 
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়।