Dr. Neem on Daraz
Victory Day

পলাশবাড়ীতে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৫:০৫ পিএম
পলাশবাড়ীতে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে জাল দলিল তৈরী করে জমি দখলের চেষ্টার অভিযোগ এনে প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। রোবাবার (২২ আগস্ট) দুপুরে পলাশবাড়ী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী শাহজাহান ভুলু । 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার নানা মৃত নসিব আলী এর নামীয় নুরপুর মৌজায় ৪৪৭, ৪৫১ নং দাগে ২৫ শতক জমি আমি নানার অংশ সূত্রে প্রাপ্ত। আমার নানা বেঁচে থাকা কালিন সময়ে আমার নানী মৃত নেছা মাইয়ের নামে উল্লেখিত জমি দলিল করিয়া দেন নাই বা আমার নানা কাহারো নিকট বিক্রি করেন নাই। 

উক্ত জমিতে আমার একটি বসত বাড়ী আছে । যার হোল্ডিং নং-৮৭৬। উক্ত জমি লইয়া ১নং বিবাদীর বাবা বেঁচে থাকা কালিন সময়ে মনোমালিন্য চলিয়া আসিতেছে। ১নং বিবাদীর বাবা মৃত্যুবরণ করায় বিবাদীগণ একত্রিত হইয়া যোগ সাজোসের পরিকল্পনা মোতাবেক আমার নানী নেছা মাই ১নং বিবাদীর বাবা রশিদুন্নবী চাঁন মিয়া ও ১নং বিবাদীর মায়ের নিকট উক্ত জমি বিক্রি করিয়াছে মর্মে একটি ভুয়া জাল দলিল বাহির করে। প্রকৃতপক্ষে আমার নানা কাহারো নিকট জমি বিক্রয় করেন নাই।

উক্ত ২৫ শতক জমি  উপজেলার বৈরীহরিনমারী গ্রামের মৃত রশিদুন্নবী চাঁন মিয়ার ছেলে মলিন মিয়া স্থানীয় রেজিস্ট্রী অফিসের দলিল লেখক জামালপুর গ্রামের আব্দুল মাজেদ তার সহযোগি ভগবানপুর গ্রামের লুৎফর রহমানের সঙ্গে যোগসাজোস করে জাল দলিল তৈরী করে পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামে আমার ভোগদখলীয় ২৫ শতক জমি আত্মসাতের পায়তারা করছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে