Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন আক্রান্ত ২৪


আগামী নিউজ | শামসুল আলম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৬:৪৩ পিএম
ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন আক্রান্ত ২৪

ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে কেউ মারা যাই নি, কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা ২৪ জন ।

বুধবার (১৮ ই আগষ্ট ) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৩৮’জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো ২৪ জনের করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৮ জন, পীরগঞ্জে ৩ জন, রাণীশংকৈলে ২ জন, বালিয়াডাঙ্গীতে ১ জন ও করোনা শনাক্ত হয়েছেন।

এই নিয়ে ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৫ জন ও মোট মারা গেছেন ২১৪ জন।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে