ছবিঃ আগামী নিউজ
ঢাকাঃ জেলার সাভারের আশুলিয়ায় সদ্য বিবাহিত এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আলমগীর বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- কুষ্টিয়া জেলার কুমারখালি থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল (২৭) ও তার সদ্য বিবাহিত স্ত্রী মারিয়া খাতুন (১৫) এর বাড়ি একই জেলার ইসলামিক ইউনিভার্সিটি থানার বড় রাধানগর গ্রামের বাদল আলির মেয়ে।
নিহত টুটুলের আগেও একটি বিবাহ হয়েছে, সেখানে দুই সন্তান রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা নব দম্পত, তাদের সদ্য বিবাহিত। এদের মধ্যে স্বামী টুটুলের আগের একটি সংসার রয়েছে, সেখানে দুটি সন্তনও রয়েছে। তারা গত ১৯ তারিখ এখানে এসে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার আগামী নিউজকে বলেন, গত ২২ জুন থেকে মেয়ে নিখোঁজের ব্যাপারে মারিয়ার বাবা গত ২৪ জুন আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডাইরি করেন। ধারণা করা হচ্ছে তারা পালিয়ে এসে বিয়ে করেছে। পারিবারিক কারণে তারা আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।