লকডাউনে বৌভাত: জরিমানা ২০হাজার
                        
                        
                            
                                 আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ৭, ২০২১,  ০৬:৪৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
মানিকগঞ্জঃ জেলার সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে লকডাউনের মধ্যে উৎসবমুখর পরিবেশে বৌভাতের আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
 
জানা গেছে, জান্না পশ্চিম পাড়ার পলান বেপারীর পুত্র জাহাঙ্গীর হোসেন এর শুক্রবার বিবাহ সম্পন্ন হয়। আজ শনিবার বরের বাড়িতে গরু জবাই করে উৎসবমুখর পরিবেশে বৌভাতের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম শনিবার দুপুরে বৌভাত অনুষ্ঠানে হাজির হন। এসময় লকডাউন অমান্য করে লোকসমাগম করে ও হাকডাক করে বৌভাতের আয়োজন করায় বরের পিতা পলান বেপারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে রান্না করা সব খাবার এলাকার গরিব-দুস্থ্য মানুষের মাঝে বিলিয়ে দেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, লকডাউন অমান্য করে উৎসবমুখর পরিবেশে বৌভাতের আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে ঘটনার সত্যতা জানার জন্য প্রথমে ওই বাড়িতে লোক পাঠানো হয়।
 
ঘটনার সত্যতা পাওয়ায় তিনি বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে লকডাউন অমান্য করে ও লোকসমাগম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করার অপরাধে মোবাইল কোর্ট করে এ জরিমানা করেন এবং রান্না করা সব খাবার গরিব-দুস্থ্য মানুষের মাঝে বিলিয়ে দেন।