Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় আরও তিনজনের মৃত্যু,শনাক্ত ২৪৯


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১১:৪৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় আরও তিনজনের মৃত্যু,শনাক্ত ২৪৯

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলায় বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ৩৫.৭২% ছাড়িয়েছে।

যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলায় ৬৫ বছর বয়সী একজন পুরুষ ও আখাউড়া উপজেলার ৩৬ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী একজন মহিলার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৬০ জন সহ জেলায় নতুন ২৪৯ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৮৭৬৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৫০২৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (০৪ আগস্ট ) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৬৯৭ টি রিপোর্টে নতুন আরও ২৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৬০ জন, নাসিরনগর উপজেলায় ০৩ জন, সরাইল উপজেলায় ২৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৩১ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন, নবীনগর উপজেলায় ৭১ জন, আখাউড়া উপজেলায় ০৭ জন, কসবা উপজেলায় ৩৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৫ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৮৭৬৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩২৭৮ জন, নাসিরনগর উপজেলায় ২২৯ জন, সরাইল উপজেলায় ৪৬৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৮১৪ জন, বিজয়নগর উপজেলায় ২২৫ জন, নবীনগর উপজেলায় ১৪৭২ জন, আখাউড়া উপজেলায় ৪৪৫ জন, কসবা উপজেলায় ১২২৫ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬১৩ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫০২৮ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৯০৪ জন, নাসিরনগর উপজেলায় ১৭৪ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৫০৪ জন, বিজয়নগর উপজেলায় ১৬৩ জন, নবীনগর উপজেলায় ৬৯২ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৭৪১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩২৩ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২৭ জন, আখাউড়া উপজেলায় ১৭ জন, কসবা উপজেলায় ০৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮৭৬৭ জন আক্রান্তের মধ্যে ৫০২৮ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬২০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৫২৫ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৯৫ জন রোগী।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৮০১ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৬৯৭ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷

এখন পর্যন্ত জেলায় ৫২৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫১৩৯৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৮৭৬৭ জন আক্রান্ত হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে