Dr. Neem on Daraz
Victory Day

ভোলায় করোনায় ২ নারীর মৃত্যু,আক্রান্ত ১৮২


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৬:০০ পিএম
ভোলায় করোনায় ২ নারীর মৃত্যু,আক্রান্ত ১৮২

ফাইল ফটো

ভোলাঃ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ১ জন ও দৌলতখান উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। গত ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪ দিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
 
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জন করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
 
জেলায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জন। এদের মধ্যে ভোলা সদরে ৩০ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
 
এদিকে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১৩২ জন, দৌলতখানে ১৮ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৯ জন, চরফ্যাশনে একজন, মনপুরা পাঁচজন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৫৭৪ জন। 
 
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে