Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

নড়াইলে মোবাইল সার্ভিসিং ব্যাবসার আড়ালে গাঁজার ব্যবসা!


আগামী নিউজ | মো.বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৩:৫৩ পিএম
নড়াইলে মোবাইল সার্ভিসিং ব্যাবসার আড়ালে গাঁজার ব্যবসা!

ছবি: সংগৃহীত

নড়াইলঃ জেলার কালিয়ায় মা মোবাইল এন্ড সার্ভিসিং সেন্টারে মোবাইল সার্ভিসিং ব্যাবসার আড়ালে গাঁজা সেবনের পাশাপাশি গাঁজা মজুদ করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার(৩আগস্ট) রাতে  কালিয়া থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিয়া বাজারে অভিযান চালিয়ে মা মোবাইল এন্ড সার্ভিসিং সেন্টার নামে দোকান থেকে উপজেলার দেবীপুর গ্রামের রসরঞ্জন দাসের ছেলে দিপক কুমার দাসকে(৪৬) গাঁজাসহ আটক করে। 
 
পরে কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে মা মোবাইল এন্ড সার্ভিসিং সেন্টারের মালিক দীপক কুমার দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায় করে।
 
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,সরকারের আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সাজাপ্রাপ্ত দীপক কুমার দাস কে মঙ্গলবার বিকালেও ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।