Dr. Neem on Daraz
Victory Day

মানিকগঞ্জে চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার 


আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৩:৩৮ পিএম
মানিকগঞ্জে চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার 

ছবি : আগামী নিউজ

মানিকগঞ্জঃ জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের পাওনান গ্রামে এক গৃহবধুর ঘরে ৩১ জুলাই ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময়  চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় ওই গৃহবধু তিশা আক্তার (২১) বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা চোর/চোরেরা সংগোপনে রাতের আধারে গেইটের তালা ভাঙ্গিয়া রুমে প্রবেশ করিয়া একটি সামস্যাং মোবাইল ফোন , ওয়ারড্রপের মধ্যে রাখা দেড় ভরি ওজনের ০৩ টি স্বর্নের গলার চেইন,  ১০ আনা ওজনের ০৩ টি স্বর্ণের আংটি, ১০ ভরি ওজনের বিভিন্ন রুপার অলংকার, নগদ ১,৩০০ টাকা সহ সর্বমোট ১,৫৮,৩০০/- (এক লক্ষ আটান্ন হাজার তিনশত) টাকা চুরি করিয়া নিয়া যায়।
 উক্ত অভিযোগের প্রেক্ষিতে  পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএমবার,   অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব ভাস্কর সাহা পিপিএম, ও অফিসার ইনচার্জ জনাব আকবর আলীর সার্বিক দিক নির্দেশনায় পেনেল কোড ৪৫৭/৩৮০ ধারায় ২(০৮)২১ নং মামলা রুজু করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) জামিনুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ আগষ্ট চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে। এরপর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে ।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন মোল্লার ছেলে রবিউল ইসলাম (২৬), ভাড়ারিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে নাঈম মোল্লা (৩৩), মোতালেব মিয়ার ছেলে শাহিনুর মিয়া (৩০) ও গোপালখালী গ্রামের মোজাহার শিকদারের ছেলে ইমন শিকদার (২৩) 

মঙ্গলবার রাতে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিনুর রহমান জানান, গৃহবধুর চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার রাতে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে