খোকসায় লকডাউন বিধি অমান্য করায় জরিমানা আদায়
                        
                        
                            
                                 আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ৩, ২০২১,  ০১:০৩ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলায় চলমান লকডাউন বিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন অভিযানে দণ্ডবিধির ১৮৬০ এবং ২৬৯ ধারায় ৩টি মামলায় ৩ জন ব্যাবসায়ীকে ৪ হাজার ৫'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী এ অর্থদণ্ড প্রদান করেন।
 
এসকল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুলিশ ও আনসার ভিডিপির, ব্যাটেলিয়ান দলসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সহযোগিতা করেন। 
 
লকডাউন চলাকালীন সময়ে সরকারের বিধি নিষেধ অমান্য করলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে।
 
উল্লেখ্য, সরকারের প্রজ্ঞাপনে সারাদেশের ন্যায় কঠোর লকডাউনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাধারণ জনগণের লকডাউন মানারবাধ্য করা হচ্ছে বলে দাবি করছেন দায়িত্বে থাকা মাঠ প্রশাসন।