Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯৪, মৃত্যু ২


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১২:৪৯ পিএম
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯৪, মৃত্যু ২

ফাইল ফটো

ঝিনাইদহঃ গত কয়েকদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু'র সংখ্যা কমলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে দাড়িয়েছে। সীমান্তবর্তী এ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৭৭ টি নমুনা পরীক্ষায় ১৯৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
 
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম আগামী নিউজকে জানান, সোমবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ৬৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১৯৪ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৮৩, শৈলকুপায় ২৯, হরিণাকুণ্ডুতে ১১, কালীগঞ্জে ৩৭, কোটচাঁদপুরে ২৫ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে।
 
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮'শ ৪৮ জনে, সুস্থ হয়েছেন ৪ হাজার ৭'শ ৪৩, মৃত্যু হয়েছে ২০৯ জনের।