Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

পীরগাছায় নতুন করে করোনা শনাক্ত ১৫


আগামী নিউজ | একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৬:০৫ পিএম
পীরগাছায় নতুন করে করোনা শনাক্ত ১৫

ফাইল ছবি

রংপুরঃ জেলার পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা হলেন উপজেলার সদর ইউনিয়নেরঅনন্তরামের আয়নাল (২৪), মাহবুব (৪০), শিবানী (৫৩), মরিয়ম (৬০), রুমি (২৪), সাবিনা ইয়াসমিন (৩২), সালেহা বেগম (৫১) ও নুর ইসলাম (৫৫), সুখানপুকুরের নুরনবী (৪০), পারুলের বিরাহীম গ্রামের নুরুল আমিন (৫০), ছাওলার জহুরা বেগম (৪৫), কিসামত ঝিনিয়ার শামসুজ্জামান (৫২), চালুনিয়ার মালেকা বেগম (৭৫) ও বিলকিছ বেগম (৫৫) এবং রাজশাহী জেলার মনিরুল ইসলাম (২৯)।

 পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৪০৬ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৬ জন । চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন।