কুমারখালীর মাহেন্দ্র সিএনজি চালকদের মাঝে এমপি জর্জের অর্থ সহায়তা
                        
                        
                            
                                 আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ২৭, ২০২১,  ০২:১০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        কুষ্টিয়াঃ করোনাকালীন এই মহামারী দুর্যোগে লকডাউন এর কারণে বেকার হয়ে যাওয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সিএনজি মাহেন্দ্র চালক দইশত জনকে অর্থ সহায়তা দিলেন কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
 
মঙ্গলবার দুপুরে কুমারখালী মাননীয় এমপি মহোদয়ের অফিস কক্ষে সিএনজি মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি শেখ এর উপস্থিতিতে এ নগদ অর্থ প্রদান করা হয়।
 
এসময় কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাব জর্জ বলেন, নেশার জগত ছেড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাই সমাজকে পরিবর্তনের লক্ষে যুবসমাজকে নিজ নিজ কর্মসংস্থানে আত্মনিয়োগ করতে হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে লকডাউন কে সফল করতে এগিয়ে আসতে হবে।
 
উপস্থিত মাহেন্দ্র ও সিএনজির চালকরা  মহামারি ও লকডাউন অবস্থায় মাননীয় এমপি মহোদয়ের এই আর্থিক সহায়তা করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান।