Agaminews
August

উত্তর চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১০:৩৭ পিএম
উত্তর চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ছবিঃ সংগ্রহিত

চট্টগ্রামঃ উত্তর চট্টগ্রামের রাউজান এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশু চাচাতো ও জেঠাতো বোন।

নিহত শিশুদের নাম- আনিছা আকতার (৬) ও সাকিবা আকতার (৬)।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে রাউজান থানাধীন সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়া আনু মিয়া চৌধুরী বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুদ্দিন আগামী নিউজকে বলেন, আজ দুপুরে জানে আলম মনুর মেয়ে আনিছা ও মাহাবুবুল আলমের মেয়ে সাকিবা ঘরের পাশের পুকুরে গোসল করতে যায়। দেরী হওয়ায় অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।