Agaminews
August

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ২ জনের মৃত্যু: শনাক্ত ৮৩


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৬:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ২ জনের মৃত্যু: শনাক্ত ৮৩

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়াঃ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সদর উপজেলার ৫০ বছর বয়সী এক মহিলা ও নবীনগরের ৬৫ বছর বয়সী এক মহিলা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৭ জনসহ জেলায় নতুন ৮৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ৩৭.৯০% ছাড়িয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৬০৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪১৩৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২১৯টি রিপোর্টে নতুন আরও ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, কসবা উপজেলায় ১০ জন, সরাইল উপজেলায় ১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন ও নবীনগর উপজেলায় ০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৬০৫৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৪৪৮ জন, আখাউড়া উপজেলায় ৩৬৪ জন, বিজয়নগর উপজেলায় ১৬৭ জন, নাসিরনগর উপজেলায় ১৭৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩৯১ জন, নবীনগর উপজেলায় ৯২৯ জন, সরাইল উপজেলায় ২৮৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৫৭৯ জন ও কসবা উপজেলায় ৭১৪ জন।

সর্বশেষ জেলায় ৪১৩৮ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ০২ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৭৬ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, নাসিরনগর ১৩৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩৯ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৯৯ জন ও কসবা উপজেলায় ৪৫০ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৬ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ৩ জন, নাসিরনগর উপজেলায় ৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৪ জন, নবীনগর উপজেলায় ১৭ জন, সরাইল উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৯ জন ও কসবা উপজেলায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।