Agaminews
August

কুমিল্লায় আরো ৭ জনের মৃত্যু


আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৬:২৩ পিএম
কুমিল্লায় আরো ৭ জনের মৃত্যু

ফাইল ফটো

কুমিল্লাঃ  করোনা ভাইরাসে এক দিনে আরো ৭ জনের  মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫১জনের করোনা শনাক্ত হয়েছে। 
আক্রান্তের হার ২২দশমিক ৪ শতাংশ। 
 
এসব তথ্য বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী নিউজকে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২১ বুধবার জুলাই  বিকেল থেকে ২২ বৃহস্পতিবার জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ২৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
 
আক্রান্তদের মধ্যে ১৪০ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে  আদর্শ সদরের ১২, সদর দক্ষিণে ১, বুড়িচংয়ের ১, ব্রাহ্মণপাড়ার ৩, চান্দিনার ১, চৌদ্দগ্রামের ৪, দেবিদ্বারের ৫, লাকসামের ২৫,  নাঙ্গলকোটের ১১, বরুড়ার ৩, দাউদকান্দি ৪১, লালমাই ১, হোমনায় ১, মেঘনায় ২ জন শনাক্ত হয়েছেন।
 
মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে ১, আদর্শ সদরের ২, মনোহরগঞ্জ ১, চান্দিনায় ১, দেবিদ্বারের ১, দাউদকান্দির ১জন।
 
জেলায় এখন পর্যন্ত ২২হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩১জন।
 
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৫৬।
 
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে  বাড়ছে  করোনায় আক্রান্তের সংখ্যা এবং পাশাপাশি বাড়ছে  মৃত্যুর সংখ্যাও। সুতরাং আমাদের সকলকে আরো  সচেতন, সাবধান এবং সর্তক হওয়া প্রয়োজন। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।