Dr. Neem on Daraz
Victory Day

রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়ায়


আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৫:৩৭ পিএম
রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়ায়

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জঃ ঈদ শেষ করেই রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে সাধারন মানুষ। আগামীকাল থেকে লক ডাউনের খবরে আজ ২২ ই জুলাই সরোজমিনে দেখা যায় দুপুরের পর থেকে পাটুরিয়ায় সাধারণ মানুষের ভিড় বাড়ছে।
 
সেই সাথে বেড়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের ভীড়। অনেকেই আবার পাটুরিয়া ঘাট হয়ে আজও গ্রামের বাড়িতে ছুটছেন। তবে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৬ টি ফেরি চলাচল করায় যানজটের কোন চাপ নেই। 
 
আলম  আহমেদ নামের চাকুরিজীবী বলেন, প্রতি বছরের মতো এবারো পরিবারের সাথে ঈদ করতে গ্রামে গিয়েছিলাম। কাল থেকে লকডাউন থাকলেও জরুরিভাবে অফিস খোলা থাকবে। তাই আজকেই ঢাকা ফিরছি।
 
লাবনী  নামের এক যাত্রী বলেন, আরো দুইদিন গ্রামের বাড়িতে থাকতে চেয়েছিলাম। লক ডাউনের পরিস্থিতিতে ঢাকা ফেরা কষ্ট হয়ে যাবে। তাই আজকেই ফিরছি।
 
লালমিয়া নামের এক যাত্রী বলেন, ঈদের দিনও অফিসে কাজ থাকায় গ্রামের বাড়িতে যেতে পারেনি। তাই আজ পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। 
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লু­টিসি)  আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারন যাত্রী পারাপার করা হচ্ছে। সবগুলো ফেরি সচল থাকায় পরিবহনে কোন চাপ নেই।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে