Agaminews
August

লক্ষ্মীপুরে ৪ দিনে শনাক্ত ৩৩৭ জন: মৃত্যু ৪


আগামী নিউজ | লক্ষীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১২:৫২ পিএম
লক্ষ্মীপুরে ৪ দিনে শনাক্ত ৩৩৭ জন: মৃত্যু ৪

ফাইল ফটো

লক্ষ্মীপুরঃ গত ৪ দিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে। এসময় ৩৩৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। ১০৩৭ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৩৩৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৪৬২ জন।

জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গাফফার বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন  করোনায় গত ২৪ ঘন্টায় ৫২ জন আক্রান্ত হয়।

এনিয়ে গত ৪ দিনে জেলায় ৩৩৭ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা  ৪৪৬২ জন, মোট মৃত্যু ৬৫ জন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দৃরত্ব বজায় রেখে চলার আহবান জানান।