Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৮:০০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ জনের করোনা শনাক্ত

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়াঃ সদর উপজেলায় নতুন ৩১ জনসহ জেলায় নতুন ৬৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ৩৯% ভাগ ছাড়িয়েছে।৷

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫৯৭০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪১৩৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (২১জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৬৫টি রিপোর্টে নতুন আরও ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩১ জন, কসবা উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ১০ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন ও নবীনগর উপজেলায় ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫৯৭০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৪১১ জন, আখাউড়া উপজেলায় ৩৬৪ জন, বিজয়নগর উপজেলায় ১৬৩ জন, নাসিরনগর উপজেলায় ১৭৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩৯১ জন, নবীনগর উপজেলায় ৯২১ জন, সরাইল উপজেলায় ২৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৫৭২ জন ও কসবা উপজেলায় ৭০৪ জন।

সর্বশেষ জেলায় ৪১৩৮ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ০২ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৭৬ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, নাসিরনগর ১৩৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩৯ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৯৯ জন ও কসবা উপজেলায় ৪৫০ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৮১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৫ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ৩ জন, নাসিরনগর উপজেলায় ৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৯ জন ও কসবা উপজেলায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫৯৭০ জন আক্রান্তের মধ্যে ৪১৩৮ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৮৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১৬৫৬ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৩০ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪৪০০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৩৭২৪ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫৯৭০ জন আক্রান্ত হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে