Dr. Neem on Daraz
Victory Day

নারীদের সোচ্চার ও নিরাপত্তায় পাহাড়ী উঠান বৈঠক


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০২:৫১ পিএম
নারীদের সোচ্চার ও নিরাপত্তায় পাহাড়ী উঠান বৈঠক

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিঃ সকল সম্প্রদায়ের নারীদের সোচ্চার ও নারীর নিরাপত্তায় পাহাড়ী নারীদের নিয়ে এক উঠান বৈঠক ও ক্যাম্পেইন এর আওতায় মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা অংশগ্রহণ মূলক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাঙ্গামাটি সদরের ৬নং বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড়ে (কিল্লা মুড়া) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবন" আয়োজিত ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নিয়েছে পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরাএ উঠান বৈঠকে নারীদের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে।

বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি আসন্ন কঠোর লকডাউন বিবেচনায় স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া সচেতনতামূলক বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন ৬নং বালুখালী ইউনিয়নের , , নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জীবনশ্রী ত্রিপুরা। এসময় ঘরোয়া সহিংসতা, শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়ক পরিবেশ বিশ্বায়ন নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে

আলোচনা সভায় সামাজিক পরিবেশ ও নারীদের অগ্রগতি, সামাজিক কার্যকলাপ, অবাধ বিচরণ ও নারীদের ক্ষমতায়ন নিশ্চিতে নারীদেরই এগিয়ে আসার আহ্নবান জানানো হয়। দেশব্যাপী চলমান এই পরিস্থিতে উঠান বৈঠক ও ক্যাম্পেইনের মাধ্যমে মাঠ পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে নারীদের যুগোপযোগী গড়ে তোলাসহ নিশ্চিত করার জাতীয় পর্যায়ের ১০টি সংগঠন কাজ করছে

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে