Agaminews
August

হবিগঞ্জে ঈদের নামাজ পড়তে গিয়ে মুসল্লির মৃত্যু


আগামী নিউজ | মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০২:২৫ পিএম
হবিগঞ্জে ঈদের নামাজ পড়তে গিয়ে মুসল্লির মৃত্যু

ফাইল ফটো

হবিগঞ্জঃ জেলার বানিয়াচংয়ং উপজেলায় মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে ছাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে শাহিনুর রহমান (৩০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের নয়া পাথারিয়া গ্রামের জামে মসজিদে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর রহমান একই এলাকার সবুজ মিয়ার ছেলে।

এ ঘটনায় আরেক জন আহত হয়েছে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মিঠুন রায়।