Dr. Neem on Daraz
Victory Day

ঈদের দিনেও রামেকে ১৮ মৃত্যু, উপসর্গেই ১৪


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১১:১০ এএম
ঈদের দিনেও রামেকে ১৮ মৃত্যু, উপসর্গেই ১৪

ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ পবিত্র ঈদুল আজহার দিনেও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৮ জন মারা গেছেন।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৮ জন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৮ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৪ জন। আর বাকি ১৪ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে। মৃতদের মধ্যে রাজশাহীরই ৮ জন এবং নাটোরের ৪ জন। আর চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার রয়েছেন দুজন করে চারজন। এছাড়া কুষ্টিয়া ও নওগাঁ জেলার মারা গেছেন একজন করে দুইজন।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৩৭। এদের মধ্যে ২১৭ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বৃদ্ধি করা হয়েছে বেড সংখ্যা। আগেরদিন ৪৫৪ টি বেড থাকলেও বর্তমানে ৫১৩টি বেডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে