কুড়িগ্রামে দেশবন্ধু গ্রুপের অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান
                        
                        
                            
                                 আগামী নিউজ | জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ১৬, ২০২১,  ০৪:১৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
কুড়িগ্রামঃ করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি ও ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব গোলাম মোস্তফা।
 
শুক্রবার সকালে (১৬জুলাই) দেশবন্ধু গ্রুপের সিইও এবং পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যানের পক্ষে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পরিবার পরিকল্পনা ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকী নিকট ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী শিশু বিতানের অধ্যক্ষ-সাংবাদিক লিটন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার রায় ও দেশবন্ধু গ্রুপ সিমেন্টের আরএসএম আখতারুজ্জামান লিটন প্রমূখ।
 
নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, করোনা মহামারি সংকটের সময়ে দেশবন্ধু গ্রুপের এই সহযোগিতা মানুষের দ্রুত চিকিৎসার কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন।
 
নাগেশ্বরী উপজেলা পরিবার পরিকল্পনা ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকী বলেন, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান করোনা কালীন সংকট সময়ে মানুষের চিকিৎসার জন্য উন্নতমানের ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেন। অক্সিজেন কনসেনট্রেটর মেশিন যা নিজে অক্সিজেন উৎপাদন করে সরবরাহ করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি।
 
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব গোলাম মোস্তফা বলেন, করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। আমরা দেশ ও জনগণের বন্ধু হিসেবে মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।