Agaminews
August

নাটোরে বীমা গ্রাহকের মৃত্যুতে ৫লাখ টাকার চেক প্রদান করলেন জেনিথ লাইফ 


আগামী নিউজ | আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৪:২৭ পিএম
নাটোরে বীমা গ্রাহকের মৃত্যুতে ৫লাখ টাকার চেক প্রদান করলেন জেনিথ লাইফ 

ছবি : আগামী নিউজ

নাটোরঃ জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের সাথে  গ্রুপ বীমার চুক্তি হয় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির। ওই সমিতির আওতাধীন লালপুর উপজেলার আব্দুলপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বীমা গ্রাহক রেজাউল করিম গত ৬ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।  চুক্তি অনুযায়ী  বৃহস্পতিবার (১৫জুলাই)  সকাল দশটায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিজ কার্যালয়ে ৫লাখ টাকার চেক প্রদান করেন। 

কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম এর কাছ থেকে মনোনীতকের পক্ষে চেকটি গ্রহণ করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোমীনুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মজিদ, নাটোর সার্ভিস সেন্টার ইনচার্জ প্রকল্প পরিচালক মোঃ কামাল মৃধা, প্রকল্প পরিচালক  মাওলানা মোঃ রুহুল আমিন ও সালাহ্ উদ্দিন।